About us

Who we are

আমরা চাই স্বাস্থ্য সচেতন সামাজিক গোঁড়ামি মুক্ত একটি আধুনিক বাংলােদশ গড়েত সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে যুক্ত করতে। বাংলাদেশের সমাজ বাস্তবতায় নারীর পিরিয়ডকালিন পরিছনতা নিশ্চিতে প্রত্যবন্ধকতাগুলো কি কি এবং সেগুল থেকে উত্তরন এবং একটি সাস্থ্য সচেতন ব্রিধি এবং নারি ও শিশু সুরক্ষায় এই যাত্রাই আপনাকে স্বাগতম.।

সারা পৃথিবীতে COVID-19 এর মহামারীতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে । নিরাপদে থাকতে সকলকে ঘরে থাকতে বলা হয়েছে । এমন সময়ে বিপদে পড়েন আমাদের মা-বোনেরা। অনেকে বাইরে বের হতে পারছেন না কিংবা অর্থের অভাবে কিনতে পারছেন না প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন । এই সময়ে তাদের পাশে দাঁড়াতেই শুরু হয় WITH SHE এর কার্যক্রম। বর্তমানে প্রজনন স্বাস্থ্য সচেতনতা, নারী ও শিশুর সুরক্ষা এবং নারীর পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা নিশ্চিতে দেশজুড়ে অনলাইন ও অফলাইনে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছি আমরা।

Our approach

Our Mission
২০২৪ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা।
Our Vision
অনলাইন ও অফলাইন কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে স্বেচ্ছাসেবী দল তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখা। প্রজনন স্বাস্থ্য নিয়ে নারী-পুরুষ উভয়কে সচেতন করা ও উভয়ের মাঝে উদারতা বৃদ্ধি এবং নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতে দেশজুড়ে কার্যক্রম পরিচালনা। নারীদের সাময়িক অসুবিধা মেটাতে প্রয়োজনে স্যানিটারি প্রোডাক্ট বিনামূল্যে পৌছে দেয়া এবং পরিবেশবান্ধব ও পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহারে উৎসাহিত করা।