প্রশ্ন : ভালো স্পর্শ কোনগুলোকে বলতে পারি?
উত্তর: আমাদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, পরিচিত গুরুজন দ্বারা শিশুর ব্যক্তিগত অঙ্গ ব্যতীত মাথায় বা কাধে স্পর্শকে ভালো স্পর্শ বলতে পারি।
প্রশ্ন : খারাপ স্পর্শ কোনগুলোকে বলতে পারি?
উত্তর : বাবা-মা, ভাই-বোন ব্যতীত যেকোনো ব্যক্তি দ্বারা অস্বস্তিকর স্পর্শ বা ঠোঁটে,বুকে ও দুই পায়ের মাঝে স্পর্শকে খারাপ স্পর্শ বলা হয়।
প্রশ্ন : খারাপ স্পর্শ প্রতিরোধ কিভাবে করা যায়?
উত্তর : প্রত্যেককে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের মধ্যের পার্থক্য জানতে ও জানাতে হবে। কেউ ব্যক্তিগত অঙ্গ বিনা কারণে স্পর্শ করলে বা অস্বস্তিকর আচরণ করলে সাথে সাথে প্রতিবাদ করা এবং অভিভাবকদের জানানো।
প্রতিটি শিশুর নিরাপত্তা জরুরী। তাই আমরা প্রত্যেকে তথ্যগুলি নিজেরা জানবো ও অন্যকে জানাবো। সুরক্ষিত হোক প্রতিটি শিশুর শৈশব।
বিস্তারিত দেখুন প্রতিটা ছবিতে।